এককালে আমাদের একটা রাষ্ট্র ছিল। -আন্দালুসিয়া

ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস
1 min read

১৪৯২ সালের জানুয়ারির ১তারিখে গ্রানাডাকে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশদের হাতে তুলে দেওয়া হয়। সেদিন খুব ভোরে শহরের সব বড়ো বড়ো স্থাপনা ও আল-হামরার*[১] নিয়ন্ত্রণও (৭ম)মুহাম্মাদ*[২] স্প্যানিশদের কাছে হস্তান্তর করেন। তাই শহরের নাগরিকরা যখন সকালে ঘুম থেকে উঠল তারা শেষ বারের মতো দেখলো 'লা গালিব ইল্লাল্লাহ(আল্লাহ ছাড়া আর কোনো বিজয়ী নেই)' লেখা পতাকাটিকে উড়তে। কিছু সময় পরই সেই পতাকা নামিয়ে সেখানে ক্যাস্টিলিয়ান খ্রিস্টানদের পতাকা ওড়ানো হয়। 

এর মাধ্যমে অর্থে, বিত্তে,জ্ঞানে আর স্থাপত্যে শ্রেষ্ঠতম একটি মুসলিম সভ্যতার চূড়ান্ত পতন ঘটল। 

গ্রানাডার পতন
©️ কলা বিজ্ঞানী


গ্রানাডার সর্বশেষ আমির ৭ম মুহাম্মাদ - যার অক্ষমতা আর নাফরমানির কারনেই শহরটি হাতছাড়া হয়,তিনিও কিন্তু শহরে থাকতে পারেননি।তাকেও নির্বাসনে চলে যেতে হয়।

কথিত আছে, যাওয়ার সময় তিনি বারবার তার প্রিয় শহরের দিকে মুখ ঘুরিয়ে তাকাচ্ছিলেন আর কাঁদছিলেন।তার মা তখন তাকে বলেন,

"মেয়েদের মতো তোমার প্রিয় শহরের জন্য কান্না করো না। কেননা, যখন তোমার সময় ছিল,তখন তুমি পুরুষের মতো গর্জে উঠে তাকে রক্ষা করতে পারোনি।"

এককালে আমাদের একটা রাষ্ট্র ছিলো...


"ইউরোপের রাজারা যারা যখন নিজেদের নাম লিখতে জানতো না, মুসলিম আন্দালুসিয়ায় তখন এমন একজন কৃষক খুঁজে পাওয়া দুষ্কর ছিল, যে পড়তে ও লিখতে পারত না।"


Josef Gib, Müslümanların Medeniyeti, পৃ: ৮৫

*[১] [আল-হামরার সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য ছিল এর মুল বার্তা যা এর চুড়ায় লেখা হয়েছিল।কথাটি ছিল, "লা গালিব ইল্লাল্লাহ' অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নেই।এটা ছিল মুসলিম আন্দালুসের সকল কর্মকান্ডের অন্তর্নিহিত চেতনা।এমনকি শত্রুরা যখন গ্রানাডা আক্রমন করে তখনো মুসলিমদের মনে এই বিশ্বাসটাই লুকায়িত ছিল যে আন্দালুসে ইসলাম রাজনৈতিক ভাবে অনেক ভাগে বিভক্ত হয়ে পড়লেও আল্লাহ কখনও মুসলিমদের চুড়ান্ত পতনের মধ্যে ফেলবেন না।ভাগ্যের নির্মম পরিহাস হলো,১৪৯২ সালে যখন খ্রিস্টানরা গ্রানাডা দখল করে নেয়,তখনও এর চুড়ায় সে কথাটি ঠিকই লেখা ছিল।কিন্তু মুসলিমদের যে সাহসী ও ঐক্যবদ্ধ ভুমিকা থাকার কথা ছিল,সেটা ছিল না।]


*[২] [৭ম মুহাম্মাদ -যে নিজের পিতা আমির আবুল হাসানকে প্রাসাদ ষড়যন্ত্র এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে ক্ষমতা থেকে ১৪৮০ সালে উৎখাত করে নিজেই ১৪৮২ সালে ক্ষমতায় আসীন হন]


তথ্যসুত্রঃ

বইঃ ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস (ফিরাস আল খতিব)

অধ্যায়ঃআন্দালুস 

অনুচ্ছেদঃ গ্রানাডা পৃঃ(১৮০-১৮২) 

Post a Comment