: শাহবাগ কী, শাহবাগী কারা?
শাহবাগ একটা আইডিওলজির নাম। একটা সাংস্কৃতিক জমিদারির নাম। বহুকাল ধরে জেঁকে বসা হেজেমনির নাম। ইসলামবিরোধী একটা শক্তির নাম।
ছবি: কলা বিজ্ঞানী |
: শাহবাগী কারা?
এরা মুসলিম চিহ্নকে অপছন্দ করে। এরা রাজনৈতিক ইসলামকে নিয়মতান্ত্রিক মোকাবেলা না করে নিউট্রালাইজ করার জন্য ফ্যাসিবাদ কায়েম করে। '১৩ সালের আগেও শাহবাগীদের অস্তিত্ব ছিলো। '১৩ সালে কেবল তাদের একটা গণজমায়েত হয়েছে।
আওয়ামীলীগ যাবে বিএনপি আসবে, বিএনপি যাবে আওয়ামীলীগ আসবে, শাহবাগ যাবে না। কোনো না কোনো ছুতোয় শাহবাগ বসে যাবে আবারও '১৩ সালের মত।
আওয়ামীলীগের মাঝে শাহবাগী আছে, বিএনপির মাঝেও শাহবাগী আছে। শাহবাগী আইডিওলজির আঁতুড়ঘর বামদের মধ্যে আছে। আছে হিন্দুত্ববাদী রাজনীতি করা লোকদের মধ্যে। শাহবাগী চিন্তা আছে শহুরে মধ্যবিত্তের মাঝে, বড়লোক বাপের কুল ছেলের মধ্যে। শাহবাগী চিন্তা আছে জাতে উঠতে চাওয়া মুসলিম চিন্তকদের মাঝেও।
শাহবাগ হলো একটা আদর্শের নাম। এই আদর্শ যে ধারণ করবে, সে '১৩ সালে একবারের জন্যও শাহবাগে না গিয়াও শাহবাগী। আর এই আদর্শ যার মধ্যে নাই, সে শাহবাগে গিয়ে এসেও শাহবাগ থেকে খারিজ হতে পারে। এই সহজ কথাটা সহজ করে বুঝতে না পারলে আজীবন হাওয়ায় হাত-পা ছুঁড়তে হবে।
শত্রু চেনা বিজয়ের অর্ধেক।
লিখেছেন: আসিফ মাহমুদ
“তাই, কেবলমাত্র ফ্যাসিবাদ বিরোধীতা করলেই শাহবাগী চেতনা থেকে খারিজ হওয়া যায় না। এর জন্য খোদ শাহবাগী চেতনা থেকে তাওবা করতে হবে। শাহবাগী চিন্তা ছাড়তে হবে। এর আগ পর্যন্ত আশফাক নিপুণ একশোটা ফ্যাসিবাদবিরোধী ওয়েব সিরিজ বানাইলেও সে শাহবাগী।
-আসিফ মাহমুদ”