প্রশ্নঃ আমরা কেন ফেসবুক, গুগল বর্জন করি না? |মুহাম্মাদ সাদাত|

0 min read

প্রশ্নঃ আমরা কেন ফেসবুক, গুগল বর্জন করি না?


উত্তরঃ আমরা নি[র্বো]ধ, মূ [র্খ], বে [কু]ব নই যে শত্রুর সব পণ্যই বর্জন করবো। 

প্রশ্নঃ আমরা কেন ফেসবুক, গুগল বর্জন করি না?  উত্তরঃ আমরা নি[র্বো]ধ, মূ [র্খ], বে [কু]ব নই যে শত্রুর সব পণ্যই বর্জন করবো।  . আমরা কোন শত্রুর কোন পণ্য বর্জন করবো আর কোন পণ্য বর্জন করবো না সেটা আমরা অন্য কোন বে [কু]ব শত্রুর পরামর্শে করি না। . তবে কেউ যদি জানতেই চায়, তবে জেনে নিতে পারেঃ . কোন পণ্য বর্জনের ক্ষেত্রে আমরা হিসেব করি:  -> আমাদের ক্ষতি কত? -> শত্রুর ক্ষতি কত?  যে পণ্য বর্জনে আমাদের ক্ষতি > শত্রুর ক্ষতি, সে পণ্য আমরা বর্জন করি না।  যে পণ্য বর্জনে শত্রুর ক্ষতি > আমাদের ক্ষতি, সেই পণ্য আমরা বর্জন করি।  ©মুহাম্মাদ সাদাত
©কলা বিজ্ঞানী


আমরা কোন শত্রুর কোন পণ্য বর্জন করবো আর কোন পণ্য বর্জন করবো না সেটা আমরা অন্য কোন বে [কু]ব শত্রুর পরামর্শে করি না।

.

তবে কেউ যদি জানতেই চায়, তবে জেনে নিতে পারেঃ

.

কোন পণ্য বর্জনের ক্ষেত্রে আমরা হিসেব করি:


-> আমাদের ক্ষতি কত?

-> শত্রুর ক্ষতি কত?


যে পণ্য বর্জনে আমাদের ক্ষতি > শত্রুর ক্ষতি, সে পণ্য আমরা বর্জন করি না।


যে পণ্য বর্জনে শত্রুর ক্ষতি > আমাদের ক্ষতি, সেই পণ্য আমরা বর্জন করি।


লেখকঃ মুহাম্মাদ সাদাত

You may like these posts

4 comments

  1. second ago
    ফেইসবুক, গুগল বর্জন করি না কারণ, এগুলো বর্জন করলে তো আমরা গুজব ছড়াতে পারবো না। ধর্মীয় আবেগের মাধ্যমে নিজের উদ্দেশ্য হাসিল করতে পারবো না।আমেরিকান প্রোডাক্ট কে ইজরায়েলী বলে চালাতে পারবো না। বর্তমানে প্রোপাগান্ডা বেশি চালায়ই আমাদের দেশে কতিপয় ছদ্মবেশি হুজুররা।
    1. second ago
      তুই তো দেখি জয়ো আর ইস্রর পার্থক্যই জানোস না। কত দেয় কমেন্টপ্রতি? জায়ো&স্টদের না টেচে গু খাইতে পারস না? আর বয়কট মুভমেন্ট সম্পর্কে আদৌও কোন ধারণা আছে তোর? শুধু বাঙালিকে গালি দিয়েই পার পাবি?
      পড়াশোনা জানলে পড় তাও এমন ভক্সোদামি করিস না:
      1. https://www.foa.org.uk/campaign/boycottcocacola
      2. https://bdsmovement.net/
  2. second ago
    আর কেউ তাদের মতামতের বিরোধিতা করলে তাকে মুনাফিক হিসেবে স্বীকৃতি দেয়🤣
  3. second ago
    উলেলেলে! বাঙু শাহবাগী শু(০)রদের শু()র বলা যাবে না। ইসলামোফবিক নাস্তিকদেরও নাস্তিক বলা যাবে না! তারা কশটো পাবে।