ট্রান্সজেন্ডার ইস্যু কতটা ভয়ানক তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার বন্ধু হাসিব: মাহির | (দুই)

1 min read

He was one of my close friend at college. This is him now (right one). If L.G*T-V enters here in Bangladesh you know the consequences...


ও যখন ২০২০ এ ট্রা*ন্স হয়েছিল আর আমাকে বলছিল, তখন আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, “ও খুব ভালো বন্ধু ছিল। এখন মেয়ে হয়ে গেছে তো কী হইছে? এখনো বন্ধুই থাকবে"। ইনবক্সে এর বিরোধিতা করছিল এক ভাই। উনার কথা আমি গুনিনি৷ কেন গুনিনি? কারণ আমি জানতামই না ট্রা#ন্স মানে আসলে কী। কারণ ও আমাদের বলছিল এটা ন্যাচারাল। ও ছোট থেকেই অমন ছিল কিন্তু এতদিন কাউকে বলেনি। পরে ওর আম্মু আমাকে নিজে বলছে যে সব মিথ্যা। ও কখনোই এমন ছিল না। আমি তখন জানতাম বা এটার সমস্যা কী বা এটা ন্যাচারাল কিনা বা এটা ধর্মীয়ভাবে হারাম কিনা।

হাসিব: ট্রান্সজেন্ডার হওয়ার আগে ও পরে


এখন যারা বলেন যে এই ইস্যু নিয়ে বেশি চিল্লাইলে বেশি লোক জানবে। না চিল্লাইলে জানবে না এ লজিকের সমস্যা এখানে। না জানা পর্যন্ত আমিও বিরোধিতা করিনি। এখন জানার পর করতেছি। কোন জিনিস ছুপায়ে রাখলে সেটা দমে যায় না। অন্য সোর্স হতে জানবে কারণ এটা বিষাক্ত টপিক। আমরা না বললে আটলান্টিকের ওপারের পরাশক্তি জানাবে। তাই আমাদেরকে আগে সমস্যা হিসেবে জানাতে হবে। সমস্যা না চিনলে সমাধান আসবে না উল্টো আমরাই ট্র্যাপে পড়বো জাতিগতভাবে।


আমার বন্ধু দেশে অনেক রিলিজিয়াস পার্সন ছিল। একজন অসাধারণ বন্ধু ছিল। আমাকে যে ব্যক্তি প্রথম ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন হবার শিক্ষা দেয় এটা ও। সেই ছেলে বদলাতে পারলে এ বিষ যে কাউকে বদলাতে পারে। আমি আমার বন্ধুকে হারিয়েছি। ওর মা-বাবা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছেন। আমি চাই না আর কেউ তার আপনজনকে হারাক।


লেখক: মাহির

Post a Comment